গাজীপুরের শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে জুয়েল মিয়া নামের এক কাঁচামাল ব্যবসায়ীর ৬৫ হাজার টাকা পুড়ে গেছে। বুধবার (১৭ জানুয়ারি) রাতে শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, বেশ কিছু মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। খোঁজ নিয়ে দেখব।
জুয়েল পৌরসভার লোহাগাছ গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর বাজারের ফুটপাতে কাঁচামালের ব্যবসা করেন।জুয়েল মিয়া বলেন, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। বাড়িতে প্রচণ্ড শীতের মধ্যে মা চুলার পাশে বসে আগুন পোহাচ্ছিলেন। এসময় মায়ের পাশে আগুন পোহাতে বসি।
‘কিছুক্ষণ পর ঘরে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। দ্রুত চুলার কাছে গিয়ে দেখি, টাকাগুলো আগুনে পুড়ছে। ওঠানোর আগেই বেশিরভাগ টাকা পুড়ে যায়। কিছু টাকা অর্ধেকের বেশি পুড়ে গেছে।’ যোগ করেন তিনি।
জুয়েল বলেন, আমার মূলধন ৬৫ হাজার টাকা পলিথিনে মোড়ানো ছিল। টাকা পুড়ে যাওয়ায় আমার সব শেষ হয়ে গেল।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহিদ সরকার বলেন, কাঁচামাল ব্যবসায়ীর মূলধন আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। চেষ্টা করছি, তাকে কীভাবে সহযোগিতা করা যায়।