সিলেটের দক্ষিণ সুরমায় কিনব্রিজের নিচের একটি বিজ্ঞাপনের সাইনবোর্ড থেকে সোহেল মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শনিবার (২ মার্চ) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সোহেল মিয়া লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার আইয়ানগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি সবজি ব্যবসায়ী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মোহাম্মদ ইয়ারদৌস হাসান।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে- তিনি আত্মহত্যা করেছেন। ভোরে পথচারীরা মরদেহটি কিনব্রিজের নিচের একটি বিজ্ঞাপনের সাইনবোর্ডে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহটি উদ্ধার করে। সোহেল তার পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।