কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে দম্পতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে তারা মারা যান।
নিহতরা হলেন- একই গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন (৪০) ও তার স্ত্রী রুবি বেগম (৩২)।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বাতাস শুরু হয়। এসময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম তাদের ঘরে ছিলেন। পাশের ঘরে ছিলেন তাদের তিন সন্তান। এসময় জাহাঙ্গীরের টিনের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই স্বামী- স্ত্রীর মৃত্যু হয়। তাদের সন্তানরা অক্ষত আছেন।”
তিনি বলেন, “নিহত দম্পতির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়েছে। বাবা-মাকে হারিয়ে ছেলে-মেয়েরা এতিম হলো। এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।”