বিজিএমইএ ভবন ভাঙতে দরপত্র আহ্বান করে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে রাজউক। বিজ্ঞপ্তিতে ২৪ এপ্রিলের মধ্যে আগ্রহীদেরকে তাদের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
কাজ শুরুর তিন মাসের মধ্যে ভবনটি অপসারণের শর্ত দেওয়া হয়েছে। এর আগে সচিবালয়ের নিজ কার্যালয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম সাংবাদিকদের জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজিএমইএ ভবন ভাঙা হবে। গতকাল ভবনটি ভেঙ্গে ফেলার চুড়ান্ত সিদ্ধান্তের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় এটি সিলগালা করে দেয় রাজউক।
নিউজ ডেস্ক / বিজয় টিভি