বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে রয়েছেন কেন উইলিয়ামসন। তবে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে ফিরছেন তিনি। সংক্ষিপ্ততম ফরম্যাটটিতে ফিরলেন প্রায় এক বছরেরও বেশি সময় পর।
আসন্ন সিরিজটিতে ওপেনিং ব্যাটার ডেভন কনওয়েকে বিশ্রাম দেওয়া হয়েছে। ইনজুরিতে নেই মাইকেল ব্রেসওয়েল, লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও হেনরি নিকোলস। ট্রেন্ট বোল্ট বরাবরের মতো নিজেকে সরিয়ে নিয়েছেন।
উইলিয়ামসন ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন ভারতের বিপক্ষে গত নভেম্বরে। হাঁটুর সার্জারির পর ওয়ানডে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি।সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করার পর দলে ফিরেছেন অলরাউন্ডার জেমস নিশাম। দলভুক্ত হয়েছেন পেসার বেন সিয়ার্সও।
নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ ডিসেম্বর। ২৯, ৩১ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। শেষ দুটি ম্যাচ হবে টাউরাঙ্গায়।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইস সোধি ও টিম সাউদি।