নিরাপত্তা ভেদ করে চট্টগ্রাম কারাগারে ইয়াবা প্রবেশের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।
সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় আইনশৃঙ্খলা ও জেলা প্রশাসকদের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, কারাগারের ভেতর যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে সেটি টপকে কারো পক্ষে মাদক নিয়ে প্রবেশ করা সম্ভব নয়। সভায় বক্তব্য রাখেন সিএমপি’র কমিশনার মাহবুবুর রহমানসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, বিজিবির আঞ্চলিক অধিনায়ক, কোস্টগার্ডসহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি