আজ থেকে শুরু হলো, ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল ৮টায় বিক্রি শুরু হলেও কাঙ্খিত সোনর হরিন পেতে অনেকেই সেহরি খেয়েই কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান।
আজ দেয়া হচ্ছে ১০ জুনের টিকেট। চলবে ৬ জুন পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন, চলবে ১৫ জুন পর্যন্ত। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
মোট টিকিটের ৭৫ শতাংশ কাউন্টারে এবং বাকি ২৫ শতাংশ মিলবে, অনলাইনে।এদিকে, কালোবাজারি ঠেকাতে সজাগ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার কোনো সিডিউল বিপর্যয় হবে না বলে আশ্বস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি