চার দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়। এসময় পুরাতন পাঠদান পদ্ধতি বহাল, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীত করাসহ চার দফা দাবি জানান তারা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রাধু মহুরি সিভয়েসকে বলেন, নার্সিং কলেজের শিক্ষার্থীরা ওয়ার্ডের না আসায় দুর্ভোগে পড়েছেন চিকিৎসাধীন রোগীরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি