অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৮ জুলাই) দিনগত মধ্যরাতে নগরের চান্দগাঁও থানার সাধুপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-রাঙ্গুনিয়ার রাজানগরের সুধীর মজুমদারের ছেলে রুবেল মজুমদার (২৭) ও বাঁশখালীর বাণীগ্রামের মন্টু চৌধুরীর ছেলে পলাশ চৌধুরী (২৬)।
চান্দগাঁও থানার এসআই সুচিত্রা জানান, অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি