ডেঙ্গু প্রতিরোধে নগরীর নির্মাণাধীন ভবনগুলো পরিস্কার পরিচ্ছন্ন আছে কিনা তা তদারকীর জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করবে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এক সমন্বয় সভায় এ কথা বলেন, সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। তিনি বলেন, ভবনের ছাদ, কার্নিশ, ফুলের টব, ছাদবাগানে পানি জমে থাকলে জরিমানা করা হবে। এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার ,অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেনসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি