আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম নগরী ও জেলার ১৫ উপজেলায় ৬৩টি স্থায়ী এবং ১৪৬টি অস্থায়ী পশুর হাটে ৭১টি ভেটেরিনারি টিম নিয়োজিত থাকবে।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম বিষয়ক কর্মশালা ও সংবাদ সম্মেলনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক এসব তথ্য জানান। তিনি জানান, বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যবান্ধব উপায়ে পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণ বিষয়ে চট্টগ্রাম জেলায় ২০৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া নগরীর খুলশীস্থ জেলা প্রাণি সম্পদ কার্যালয়ে ১টি নিয়ন্ত্রণ কক্ষও চালু করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি