টেকনাফের সাবরাং নয়াপাড়ার বিএনপি নেতা আবুল হাসেম প্রকাশ ভুলু সিন্ডিকেটের নেতৃত্বে ইয়াবা বিক্রিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
বিএনপি নেতা আবুল হাসেম প্রকাশ ভুলু সিন্ডিকেটের অন্যায়ের প্রতিবাদ করায় গতকাল সকালে ঝিনা পাড়ার বাসিন্দা মৃত সৈয়দ মেম্বারের বাড়ীতে অস্ত্র, দা-কিরিচ দিয়ে হামলা চালায়। পরে টেকনাফ মডেল থানা পুলিশ ফোর্সসহ সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলতান মাহমুদের সহযোগিতায় আটকৃতদের উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়রা নির্যাতন থেকে বাঁচতে ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি