বঙ্গবন্ধুকে হত্যাকারীরা কখনোই দেশের স্বাধীনতার পক্ষে ছিল না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈনুদ্দিন খান বাদল।
বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, যুদ্ধ বিধ্বস্থ একটি দেশ যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল তখন দেশ-বিদেশী ষড়যন্ত্রকারীরা স্বপরিবারে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. হারুন মিয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলার সাবেক চেয়ারম্যান আহমদ হোসাইন, জাসদ নেতা সৈয়দুল আলমসহ অন্যরা।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি