ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি। এরা হলেন, রাসিদা বেগম, পারভেজ, ইকবাল ও নান্টু মিয়া। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় দেড় হাজার পিস ইয়াবা।
এদিকে, টাঙ্গাইলের চারাবাড়ি এলাকা থেকে মান্নান নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, দু’দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে নিহত হয় মান্নান।
এছাড়া, জামালপুরের সরিষাবাড়ীতে ৩০০ গ্রাম গাজা সহ সুবাস ও জুয়েল নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি