শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১০ আসনের সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রবিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির স্টাফ কোয়ার্টার মাঠে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, যুবলীগে চাঁদাবাজ-দুর্নীতিবাজদের স্থান নেই। কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় আওয়ামী লীগসহ ও যুবলীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি