তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে কক্সবাজারে শুরু হয়েছে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ এবং সচেতনতামূলক কার্যক্রম প্রকল্পের ‘পরিকল্পনা ও পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা।
রবিবার পর্যটন মোটেল শৈবালের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: জাকির হোসেন।
কর্মশালায় জাতিসংঘ শিশু অধিকার সনদ, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদসহ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের নীতিমালাগুলোর উপর আলোকপাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মো. তৈয়ব আলী, রংপুর বিভাগীয় সিনিয়র তথ্য অফিসার মো. হুমায়ূন কবির, গণযোগাযোগ অধিদপ্তরেরর প্রকল্প পরিচালক জাকির হোসেনসহ অন্যরা।
https://youtu.be/LjGGGE_Ckus
নিউজ ডেস্ক/বিজয় টিভি