চট্টগ্রামের দেওয়ানজী পুকুর পাড় সৎসঙ্গ আশ্রমে চলছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ৫ দিনব্যাপী আবির্ভাব মহোৎসব।
এসময় মাতৃপূজারও আয়োজন করা হয়। মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা বাড়াতে এবং মাতৃস্নেহে সন্তানকে আরো বেশি আবদ্ধ করতে এ পূজার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সভাপতি অধ্যাপক সুধীর রঞ্জন চৌধুরী, সজীব কুমার সিংহ, উৎসব পরিষদের সচিব উজ্জ্বল দত্তসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, মাতৃপূজার মধ্য দিয়ে মানুষের মধ্যে মানবিক ও মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি