সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের একদিন পর ইউনিয়ন আওয়ামী লীগ নেতার কোপানো লাশ স্থানীয় একটি বিল থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার দিনগত রাতে দোকান থেকে ফেরার পথে নিখোঁজ হন তিনি। নিহত ফারুক আহমদ ছাতক উপজেলার মৈশাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পদক ছিলেন।
আজ দুপুর ১২ টায় নিহতের বাড়ি সংলগ্ন পাতলাচুরা বিল থেকে গলায় ইট বাধা লাশ উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। লাশের গলায় ও শরীরে একাধিক কুপানোর চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি