টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তৈয়্যুব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা।
গতকাল টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট সোহেল রানা জানান, বিক্রির জন্য ইয়াবা মজুদ রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের জামে মসজিদের কবরস্থানের পাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি