৭০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারক-বাহক বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা একই সূত্রে আবদ্ধ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।
গতকাল সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাংসদ মাহফুজুর রহমান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খসরু, সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহানসহ অন্যরা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মোক্তাদের মাওলা সেলিমকে সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও শফিকুল মাওলাকে সাধারণ সম্পাদক পদে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি