নিখোঁজের দুই দিন পার হলেও এখনও সন্ধান মিলেনি হাটহাজারির দুই শিশু জুনায়েদ ও ইফতির। দুইজনের বয়স ১২। গত রোববার বিকেল থেকে খোঁজ মিলছে না দুই শিশুর। তাদের বাবা-মাসহ স্বজনরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ ঘটনায় হাটহাজারী থানায় সোমবার (২৫ জুন) দুইটি নিখোঁজ ডায়েরি (নম্বর: ১২১৭ ও ১২১৮) করেছে তাদের পরিবার। ইফতির চাচা মো. জাহেদ মঙ্গলবার (২৬ জুন) সকালে বলেন, জুনায়েদ পড়ে বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে। ইফতি সাজেদা শিশুবাগ নামের একটি কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণিতে।
তারা খেলতে গিয়ে আর ফেরেনি। তাদের কাছে কোনো টাকা কিংবা মোবাইলও ছিল না। তারা দুইজন সমবয়সী বন্ধু। দুইজনেই সাঁতার জানে। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাসা-বাড়িতে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। এখন পুলিশ ও সচেতন মানুষই আমাদের ভরসা। জুনায়েদ ও ইফতিকে পাওয়া গেলে ফোনে (০১৭৮৮৩৬৬৬৬৩) জানানোর অনুরোধ জানান তিনি।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, জুনায়েদ ও ইফতির নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি