জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে যুব মহিলালীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সভা হয়েছে।
সকালে নগরীর তাসফিয়া গার্ডেনে অনুষ্ঠিত এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র করছে ৭৫ এর ঘাতক গোষ্ঠী। এর মাঝেও নেত্রী দেশ ও জনগণের স্বার্থে জীবনের মায়া ত্যাগ করে কাজ করে যাচ্ছেন। এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর এর যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর নীলু নাগসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি