সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মুক্তিযোদ্ধারা ধর্মের পরিচয়ে নয়, চেতনার পরিচয়ে যুদ্ধে গিয়েছিল। বীর বাঙালির সর্বকালের সেরা অর্জন এ মুক্তিযুদ্ধ। এ যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা জীবন দিতে গিয়েছিল একমাত্র চেতনার মন্ত্রে দীক্ষা নিয়ে।
গতকাল নগরের এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতি পরিষদ আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, মুক্তিযুদ্ধে কেউ সেদিন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যুদ্ধ করেননি। কিন্তু স্বার্থান্বেষী মহল স্বীয় স্বার্থকে রক্ষা করতে যুগে যুগে ধর্মকে ব্যবহার করেছে। সংগঠনের সভাপতি দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, সীতাকুণ্ড শংকর মঠ অধ্যক্ষ স্বামী তপনানন্দ ব্রহ্মচারী মহারাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক সুকান্ত ভট্টাচার্যসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি