প্রবীণ সমাজ জাতির পথ নির্দেশক উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এ প্রবীণদের কল্যাণে কাজ করছে সরকার। এর মধ্যেই সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদানসহ নানা কর্মসূচী বাস্তবায়ন করেছে।
মঙ্গলবার সকালে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষে চসিক পুরাতন ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, বর্তমানে বাংলাদেশে মানুষের গড় আয়ু প্রায় ৭১ বছর। আগামী ২০৫০ সালের মধ্যে এ হার ২১ শতাংশে উন্নীতকরণের লক্ষ্যে কাজ করছে সরকার। প্রবীণদের দয়া বা করুণা নয়, সম্মান ও শ্রদ্ধার আসনে রেখে পথ চলার আহ্বান জানান তিনি। জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হকসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি