যারা সম্প্রতি বিনষ্ট করে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির ২৪ আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।
সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নওরোজ নিকোশিয়ার, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম পৌর মেয়র মো. শামছুল হকসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি