বিশ্বকাপের নকআউট পর্বের খেলায় আজ রয়েছে দুটি ম্যাচ। রাত ৮টায় সামারা স্টেডিয়ামে ফেভারিট ব্রাজিলের মুখোমুখি হবে মেক্সিকো। অতীত সমীকরণ যাই থাকুক না কেনো,পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওদের হারিয়েই শেষ চার নিশ্চিত করতে চায় মেক্সিকো।
অপরম্যাচে রাত ১২টায় রোস্তোভ এরিনায় টুর্নামেন্টের আরেক ফেভারিট বেলজিয়ামের প্রতিপক্ষ জাপান। লুকাকু, থমাস ভারমালেন, ভিনসেন্টদের বিপক্ষে ভালো খেলাই লক্ষ্য এশিয়া প্রতিনিধিদের।
নিউজ ডেস্ক / বিজয় টিভি