বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), জেলা শাখার উদ্যোগে এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০১৮ সংশোধনের দাবিতে আজ সোমবার সকাল ১০ ঘটিকায় আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট), সুনামগঞ্জে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাকবিশিস সুনামগঞ্জ জেলা উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সহ-সভাপতি প্রভাষক রামানুজ রায় সাজু, প্রভাষক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রজত কান্তি রায়, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, জগন্নাথপুর উপজেলা সভাপতি প্রভাষক মাহমুদ সুলতান ও সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম, প্রভাষক সালেহ আহমদ, প্রভাষক হিমাদ্রী শংকর তালুকদার, প্রভাষক শেখ ফারজানা সুমা, প্রভাষক মিছবাহ উদ্দিন, প্রভাষক তাসলিমা আক্তার শান্তা, প্রভাষক শাহীনুল ইসলাম, প্রভাষক উসমান গনি, প্রভাষক মানিক উল্লা, শরীর চর্চা শিক্ষক দিলীপ কুমার দাস, সহকারি গ্রন্থাগারিক স্বপন রায় প্রমুখ।
বক্তারা গত ১২ জুন জারীকৃত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০১৮ সংশোধন পূর্বক পূর্বের ন্যায় প্রভাষক পদে ৮ বছর পূর্তিতে ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেডে বেতন বৃদ্ধি, অনুপাত প্রথা (৫ঃ২) বাতিল করে নির্দিষ্ট সময়ান্তে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদের আবেদনে ৩ বছর সহকারি অধ্যাপকের অভিজ্ঞতা বাতিল এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে মামলাজনিত বা অন্য কোন কারণে বেতন বন্ধ থাকলে পরবর্তীতে বকেয়া প্রদান করা হবে না।
নীতিমালার এ বিষয়টি অমানবিক বলে বক্তারা উল্লেখ করে শিক্ষা সংকোচন নীতিমালা প্রত্যাহারের দাবীতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান এবং চলতি জুলাই মাস থেকেই সরকারি শিক্ষকদের ন্যায় বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ীভাড়া, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবী জানান।
অন্যথায় দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষক সমাজকে নিয়ে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি