নিম্নমানের চাল সংগ্রহসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০টি খাদ্য গুদাম সিলাগালা করে দেয়ার পাশাপাশি ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে জনসচেনতনতা শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামীর সভাপতিত্বে সভায় নিরাপদ খাদ্য সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ফুড সেইফটি অব বাংলাদেশ – আইএফএসবি প্রকল্পের টিম লিডার একেএম নুরুল আফসার। সম্প্রতি ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন খাদ্যগুদাম এবং সিএসডি ঝটিকা পরিদর্শনে নামেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি