কক্সবাজারের উখিয়া বালুখালী থেকে ইয়াবা বিক্রির সময় এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৯শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। র্যাব-১৫ সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুখালী বাজার থেকে ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ রিদুয়ানকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯শ ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃত রিদুয়ানকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি