বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালের সদ্য সাবেক মন্ত্রী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের প্রতিশ্রুতি পুরণে মেহেরপুরের ঐতিহাসিক ভাটপাড়া ইকোপার্ক উন্নয়নে এক কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়।
মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির গাংনী কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অর্থ বরাদ্দের বিষয়টি তুলে ধরেন ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ভাটপাড়া ডিসি ইকো পার্কের উন্নয়নসহ এলাকার বিভিন্ন উন্নয়ন নিয়ে ওয়ার্কার্স পার্টির অবদান তুলে ধরেন কেন্দ্রীয় নেতা (পলিট ব্যুরো সদস্য) নুর আহমদ বকুল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদসহ নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম ও প্রাক্তন শিক্ষক আব্দুর রশিদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি