আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জেলায় চার জন নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী ও একজন ডাকাত বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় মাদকসহ অস্ত্র ও গুলি।
র্যাব জানায়, পবহাটি জামতলা চেকপোস্টে একটি মোটরসাইকেল থামানোর নির্দেশ দিলে আরোহীরা গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সাজ্জাদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।
এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ফারুক মিয়া নামে মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আর গাইবান্ধার পলাশবাড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন সামসুল নামে এক ব্যক্তি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি