নাটোরের গুরুদাসপুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বনপাড়া হাইওয়ে থানার এসআই তরিকুল ইসলাম জানান, সকালে গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী ।
পরে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, লাশের মাথাটি যানবাহনের চাকায় পৃষ্ঠ হয়ে গেছে, ধারনা করা হচ্ছে লোকটি ভারসাম্যহীন ছিলো। রাতে মহাসড়কে ঘুরাঘুরির সময় যানবাহনের চাকায় পৃষ্ঠ হয়ে মাড়া গেছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি