কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সপ্তাহ আগামী ১ থেকে ৫ ডিসেম্বর পালিত হবে পুষ্টি কার্যক্রম। এসময় ১ লাখ ৩৬ হাজার ১৭ জন রোহিঙ্গা শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ৮২টি সেন্টারে দৈনিক অন্তত ২৭ হাজার রোহিঙ্গা শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১ দিন বয়স থেকে ৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে ১টি করে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে টেকনিক্যাল সাপোর্ট করছে ইউনিসেফ।
পুষ্টি কার্যক্রম সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই স্টোরের প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডাঃ আবদুল মতিন এসব তথ্য জানান।
পুষ্টি কার্যক্রম সপ্তাহ-২০১৯ সম্পর্কে বক্তব্য রাখেন ইউনিসেফের নিউট্রেশন কনসালটেন্ট ডাঃ মুহাম্মদ আবদুর রহিম। বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি