টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী ৮টি জাহাজকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে প্রায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ও নৌ-পুলিশের সহযোগিতায় জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে গত বুধবার একটি বৈঠক হয়।
সে বৈঠকে অতিরিক্ত যাত্রী পরিবহন, পর্যটক হয়রানি ও পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখার নির্দেশনা দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছিল। এ আদেশ অম্যান্য করায় জাহাজগুলোতে অভিযান চালানো হয়।
এছাড়া নৌপথে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয়টি প্রতিদিনই তদারকি করা হচ্ছে। কোনো জাহাজ কর্তৃপক্ষ আদেশ অম্যান্য করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি