“আমরা একে অপরকে চেনার চেষ্টা করছি। একসঙ্গে সময় কাটিয়ে জেনে নিচ্ছি আরও ভাল করে। আমার মনে হয় নিকের জন্যও এটা খুব ভাল অভিজ্ঞতা”। হলি থেকে বলি যখন তাঁদের প্রেমের গল্পে মশগুল তখন একান্ত সময় কাটাচ্ছে ‘নিয়াঙ্কা’। জেনে বুঝে নিচ্ছেন একে-অপরকে।
সমুদ্রের এপার ওপার মিলে গেল দুই তারকার প্রেমের সম্পর্কে৷ বলিউডে দেশী গার্লের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিদেশী গায়ক৷ নিক জোনাস এবং প্রিয়াঙ্কার ডেটিংয়ের খবরে হলি-বলি দুই জায়াগায়ই এখন সরগরম৷ আর সেই আগুনে ঘি ঢালছেন দুই তারকাই৷
কখনও ডিনার পার্টি তো কখনও পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিক-প্রিয়াঙ্কার প্রেমকাহিনি এখন টক অফ দ্য টাউন। হলিউড থেকে বলিউড, তাঁদের প্রেমের চর্চায় সরগরম দুই ফিল্ম ইন্ডাস্ট্রি ৷
নিউজ ডেস্ক /বিজয় টিভি