বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামি ১০ জানুয়ারি অনুষ্ঠিত ‘কাউন্ট ডাউন ক্লক উদ্বোধনী অনুষ্ঠানে’র কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের সাথে প্রস্তুতিমূলক সভায় এ কর্মসূচি নির্ধারণ করা হয়।
সভায় জানানো হয়, ‘ক্ষণ গণনা’ অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে শুরু হতে যাচ্ছে স্বাড়ম্বর অনুষ্ঠান। ঐদিন বিকাল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নগরে স্থাপিত মুজিব বর্ষের চারটি কাউন্ট ডাউন ক্লক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া চসিকের ব্যবস্থাপনায় নগরীর টাইগারপাস থেকে লালখান বাজার কাজীর দেউড়ি, লাভলেন, স্টেডিয়াম এলাকা, মোহরা, কাপ্তাই রাস্তার মাথা, সিটি গেট এলাকায় মুজিব বর্ষের প্রচারণামূলক ব্রান্ডিং প্রদর্শন করা হবে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনসহ সংশ্লিষ্ট সেবা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি