কক্সবাজারের উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত দোকানসহ মালামাল ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।
গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আগুন ধরার অনেক সময় পরও পল্লী বিদ্যুৎতের লাইন সচল ছিল। এতে আগুন দ্রুত সেমিপাকা মার্কেটগুলোতে ছড়িয়ে পড়ে।
এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে উখিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ নিশ্চিত হতে পারে নি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি