টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
গতকাল রাতে টেকনাফের হ্নীলা জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ হাজার ৫’শ পিস ইয়াবাসহ আব্দুর রহিম ও জুবাইয়ের নামে ২ রোহিঙ্গা যুবকে আটক করে র্যাব।
এদিকে, টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার একটি বসত-বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার পিস ইয়াবা, নগদ অর্থসহ নাছিমা আক্তার নামে এক নারীকে আটক করে বিজিবি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তানন্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি