প্রথমবারের মতো কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ এমভি কর্ণফুলী এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে শহরের নুনিয়া ছড়া বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজটির উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এসময় তিনি বলেন, কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে সরাসরি জাহাজ চালুর মাধ্যমে পর্যটন শিল্পে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হলো। পর্যটকবাহী জাহাজ চলাচল সফল হলে ভবিষ্যতে এ নৌ-রুটে আরো নতুন নতুন জাহাজ যোগ করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আবদুস সামাদ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জাহাজটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম.এ রশিদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি