দিনাজপুরের বিরামপুরে অভিনব কায়দায় আমের সাথে কার্টুনে করে ফেন্সিডিল পাচারের প্রস্তুতিকালে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এসময় কার্টুনে রাখা বিপুল পরিমানে ফেন্সিডিল উদ্ধার করা হয়। শুক্রবার রাতে পৌর এলাকার চাঁদপুর গ্রামের মৃত নাসের উদ্দিনের ছেলে মো. সুলতান মাহমুদ এর বাড়ি থেকে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
বিরামপুর থানার ওসি আব্দুস সবুর জানান, শুক্রবার রাতে সুলতান মাহমুদের বাড়িতে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হচেছ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি