মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী সোহরাব(৩৫) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে র্যাবের দুই সদস্য। আহত সদস্যদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ১টি বিদেশী পিস্তল ১ রাউন্ড গুলি, ৬০০ পিস ইয়াবা ও ১০ হাজার ৫০০ টাকা। র্যাব ১১, সিপিসি-১ এর এএসপি মুহিতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বাঘরা ইউনিয়নের ছত্রভোগ এলাকার ইটভাটা এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে- গোপন সুত্রের মাধ্যমে এমন খবর পেয়ে রবিবার ভোর পৌণে পাচটার দিকে র্যাব অভিযান চালায়।
অভিযান চলার সময় মাদকব্যবসায়ীদের সাথে র্যাবের গুলি বিনিময় ঘটে। এ সময় ৪-৫ জন মাদক ব্যাবসায়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ সোহরাব কে পড়ে থাকতে দেখা যায়। পরে সোহরাবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
তিনি আরো জানান, নিহত সোহরাবের নামে হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেস্টা সহ ১৩টিরও বেশি মামলা রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি