নিরপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম। নগরীর বিভিন্ন রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজারও শিক্ষার্থী।
বিক্ষোভ মিছিলের পাশাপাশি বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে লাইসেন্স চেক করতে দেখা গেছে আন্দোলনকারীদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে আন্দোলনের কারনে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। দ্বিগুণ ভাড়া দিয়ে রিকশা-সিএনজিতে চড়ে গন্তব্যে গেছেন অনেকে।
নিরাপদ সড়ক ও বিভিন্ন দাবিতে কক্সবাজার শহরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন যানবাহন ও চালকের ড্রাইভিং লাইসেন্স তল্লাশী করে আন্দোলনকারীরা। পরে ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি