করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে বিকিকিনি নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ (বুধবার) দুপুরে, শহরের বিভিন্ন শপিং মল ও চলাচলরত সর্বসাধারণের ওপর এ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার ও বিধান কান্তি হালদার।
এদিকে, রাঙামাটিতে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। সকালে, জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম মামুনুর রশিদের নেতৃত্বে জেলা প্রশাসনের একাধিক নির্বাহী মাজিস্ট্রেট এ অভিযানে অংশ নেন। এসময় তারা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১৭ জনকে আটক এবং বেশ কয়েকজনকে জরিমানা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি