চট্টগ্রামে তিন বছর আগে আইন পেশায় পাস করেও বার কাউন্সিলের গেজেট না হওয়ায় মানববন্ধন করেছে বিপাকে পরা কয়েক’শ আইনজীবী।
আজ (মঙ্গলবার) দুপুরে, সনদের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ভুক্তভোগীরা জানায়, তিন বছর আগে তারা বার কাউন্সিলের লিখিত এবং মৌখিক পরীক্ষায় পাস করেছেন।
অথচ, ২০১৭ সালের পর থেকে কোন গেজেট না হওয়ায় এখন করোনার কারণে প্র্যাকটিস বন্ধ রয়েছে তাদের। এতে কষ্টে দিনযাপন করছেন তারা। তাই দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানান ভুক্তভোগীরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি