চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, কোনোভাবেই পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের পক্ষে নন তিনি। তবে, মানুষের চলাচলের পথে কোনো প্রতিবন্ধকতা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আজ (সোমবার) মাঝিরঘাট স্ট্যান্ড রোড, নিউমার্কেট মোড়, চিটাগাং শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গা পরিদর্শনকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া, হকারদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন, চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মুফিদুল আলম, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেমসহ সংশ্লিষ্টরা ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি