চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর, সুয়াবিল, খিরাম ও জাফতনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিভিন্ন পদে ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নানুপুরে চেয়ারম্যান পদে ৮ প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। সুয়াবিলে চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দিয়েছেন ৫ প্রার্থী। ওই ইউপিতে সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সদস্য পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া, খিরাম ইউপির ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১ জন এবং জাফতনগর ইউপির ৮ নম্বর ওয়ার্ডে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর ধার্য করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি