চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেছেন, গণমানুষের সুখে দুখে বাংলাদেশ আওয়ামীলীগ সবসময় পাশে আছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দল নগর ও চট্টগ্রাম বাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সিটি নির্ববাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আজ (শুক্রবার) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ইন্সপায়ার চট্টগ্রাম উদ্দ্যোগে নারীদের আত্মরক্ষা কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
সংগঠনের চেয়ারম্যান প্রাক্তন ছাত্রনেতা মোঃসাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক জাওইদ চৌধুরী ও এম শাহাদাৎ নবী খোকার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির প্রাক্তন সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কোতায়ালীর ওসি মোহাম্মদ মহসিন , কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী,ডা.আ.ম.ম মিনহাজুর রহমান, প্রাক্তন কাউন্সিলর আ্যাডভোকেট রেহেনা বেগম রানু,বিএসআরএম এর সিএসআর প্রধান তারিকুল কবির,নারীনেত্রী নাজনীন সরোয়ার কাবেরী, প্রাক্তন ছাত্রনেতা আবুল হাসনাত বেলাল,ফখরুদ্দিন বাবলু,শিবু প্রসাদা চৌধুরী,মোহাম্মদ ইলিয়াস, নারীনেত্রী সোনিয়া আজাদ,সাহেলা আবেদিন হাটহাজারী মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তাসহ আরো অনেকে।
উল্লেখ্য ৩মাস ব্যাপী এই কর্মশালায় ৪১৭ নারী অংশ নেয়।