দেশে এই প্রথম গাবতলী সেতু ৮ লেনে উন্নীতকরণের কাজ শুরু করতে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সাভারের নবীনগর পর্যন্ত ১০ লেনে উন্নতিকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত মহাসড়কে জাপানের অর্থায়নে জিটুজি ভিত্তিতে চারলেনে উন্নীত করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুনসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা।