সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপি নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে, তার সরকারি বাসভবনে অনলাইনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ক্ষমতার জন্য বিচ্ছিন্ন হয়ে, দেশে-বিদেশে ধন্না দিচ্ছে যা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয়।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পরিচালনায় কারও ওপর নির্ভরশীল নয়। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা আওয়ামী লীগ সরকারে থাকলেও এখনও রাজপথ ছাড়েনি বলে জানান ওবায়দুল কাদের।
কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, নিজস্ব ক্ষমতা এবং আইন প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান তাদের দায়িত্ব। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব কমিশনকে সহযোগিতা করা। আওয়ামী লীগ তাই করছে। বিএনপিরও একই দায়িত্ব। বিএনপি এ পর্যন্ত পদে পদে বাধা ছাড়া একটি শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে কোনো সহযোগিতাই করেনি। উল্টো তারা নির্বাচনে জয়ের নিশ্চয়তা চায়। কমিশন যদি বিএনপিকে জয়ের নিশ্চয়তা দেয় তবেই তাদের ভাষায় কমিশন নিরপেক্ষ।’