1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
স্যামসাং নিয়ে এলো সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ‘গ্যালাক্সি এম৫১ ’
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

স্যামসাং নিয়ে এলো সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ‘গ্যালাক্সি এম৫১ ’

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ক্ষেত্রে ক্রমাগত পরিবর্তন হচ্ছে। বাজারে আসছে নতুন নতুন ধরন আর ক্রেতাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দামের স্মার্টফোন। এসব স্মার্টফোনে থাকা সুবিধা অনুযায়ী প্রত্যেক উদ্বোধনেই পাল্টে যাচ্ছে ‘মিড-রেঞ্জার’র ধরন।

আর এখন কম দামেও গ্রাহকদের হাতে পৌঁছে যাচ্ছে একাধিক ফিচার্সের স্মার্টফোন, যা স্মার্টফোনের ক্রেতা-বিক্রেতাদের নতুন সুযোগের সন্ধান দিচ্ছে।

গত সপ্তাহেই #মিনেস্টমনস্টারএভার গ্যালাক্সি এম৫১-এর উদ্বোধন রীতিমতো আলোচিত এর ব্যবহারকারীদের কাছে। স্মার্টফোনটিতে রয়েছে ৭০০০এমএএইচ ব্যাটারি, ব্লেজিং-ফাস্ট কোয়ালকম স্নাপড্রাগন ৭৩০জি প্রসেসর, ৬৪এমপি কোয়াদ ক্যামেরা বা দুর্দান্ত ৬.৭”(১৬.৯৫সিএম), এসএমোল্ড প্লাস ইনফিনিটি-০ ডিসপ্লে-গ্যালাক্সি এম৫১।

জানা গেছে, ভারতের বাজারে সেদেশের মুদ্রায় ২৫ হাজার টাকায় পাওয়া যাবে ৬জিবি র‍্যাম ১২৮জিবি স্টোরেজের গ্যালাক্সি এম৫১ স্মার্টফোনটি। আর দাম আরেকটি বাড়ালে ভারতীয় মুদ্রায় ২৭ হাজার টাকায় মিলবে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজের মডেলটি। তবে বাংলাদেশের বাজারে এর দাম কত- তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

কম্পানির বিবরণ অনুযায়ী, গ্যালাক্সি এম৫১ স্মার্টফোনে রয়েছে বিশাল ৭০০০এমএএইচ ব্যাটারি ব্যাকআপ। অর্থাৎ, চার্জ এখন থেকে বাই-উইকলি! ব্যাটারি যতই শক্তিশালী হোক না কেন, ফোনের ডিজাইন কিন্তু খুবই স্লিক। ৯.৫এমএম এবং ২১৩জি এর স্যামসাং গ্যালাক্সি এম৫১ একটি পাতলা এবং স্টাইলিশ লুকিং ডিভাইস, যার ব্যাটারিও একেবারে ম্যামথের মতোই। এছাড়া এই স্মার্টফোনকে আকর্ষণীয় করে তুলেছে এর ২৫ডাব্লিউ টাইপ সি সুপার ফাস্ট চার্জার। ফলে খুব সহজেই এই স্মার্টফোনে দুই দিন ধরে চার্জ থাকবে। আর একবারের ফুলচার্জে ৬৪ ঘণ্টা পর্যন্ত টকটাইম বা ২৪ ঘণ্টার ইন্টারনেট কিংবা ৩৪ ঘণ্টার ভিডিও দেখা অথবা ১৮২ ঘণ্টার গান শোনার অভিজ্ঞতা নেওয়া যাবে। এর শক্তিশালী ব্যাটারির সাহায্যে অন্য ডিভাইসেও টাইপ-সি থেকে টাইপ-সি ক্যাবলে রিভার্স চার্জও করতে পারে এই স্মার্টফোনটি।

গতবারের মতোই এবারও স্যামসাং গ্যালাক্সি এম৫১  সুপারফাস্ট কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৭৩০জি প্রসেসর নিয়ে হাজির হয়েছে। এর ২.২ জিএইচজেড অকটা-কোর প্রসেসর, যা ৮এমএম পাওয়ার-সক্ষম আর্কিটেকচারে নির্মিত, আসলে এম-সিরিজ-এর খুবই দ্রুতগামী স্ন্যাপড্রাগন প্রসেসর। ইতোমধ্যে এর ৭৩০জি প্রসেসর গেমিংপ্রমিদের মন কেড়েছে  স্রেফ দ্রুত পারফরম্যান্সের জন্য। মাল্টিটাস্কিংয়ের জন্য এতে রয়েছে এলপিডিডিআর৪এক্সআরএএম। এই প্রসেসর এত সফল হওয়ার কারণ হলো এতে রয়েছে গ্রাফিকের দৃষ্টিভঙ্গি সঠিকভাবে তুলে ধরার জন্য অ্যাডরেনো ৬১৮ জিপিইউ। ব্যবহারকারীর গেমিং অভিজ্ঞতা যাতে খুবই ভালো হয়, সমস্ত দিক থেকেই তা নিশ্চিত করে এটি।

গ্যালাক্সি এম৫১-এ রয়েছে ৬.৭” এফএইচড+ সুপার অ্যামোল্ড প্লাস ইনফিনিটি-০ ডিসপ্লে, যার অ্যাসপেক্ট অনুপাত হলো ২০:৯। স্ক্রিন কোয়ালিটির জন্য বরাবরই এম সিরিজ-এর ফোনগুলোর জনপ্রিয়তা রয়েছে। এই ধরনের ডিসপ্লে আসলে এ-ও নিশ্চিত করে যে, এই দামের মধ্যে এমনতর ডিসপ্লে বাজারে অন্য কোনও ফোনে আর মিলবে না। এর এফএইচডি-এসঅ্যামোল্ড প্যানেলে পাওয়া যাবে দুর্দান্ত ডিসপ্লে অভিজ্ঞতার সুযোগ। গ্যালাক্সি এম৫১ আসলে এনটিএসসি কালার গামুট (১০০-১১০%) এবং কনট্রাস্ট রেশিও ৭৮৯৬০:১-এর সাহায্যে সবধরনের রংই ডিসপ্লে-তে তুলে  ধরতে সক্ষম।

মাল্টি ফিচার্সের স্যামসাং গ্যালাক্সি এম৫১-এর সঙ্গে রয়েছে উদ্বোধনী অফারও। ১৮ সেপ্টেম্বর থেকে ‘অ্যামাজন ডটইন’- এ বুকিং হচ্ছে স্মার্টফোনটি। এইচডিএফসি ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে গ্যালাক্সি এম৫১  কিনলে ইএমআই ও নন-ইএমআই লেনদেনে ভারতীয় মুদ্রায় দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ

সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
টানা ৪ দফায় কত কমলো স্বর্ণের দাম

টানা ৪ দফায় কত কমলো স্বর্ণের দাম

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
জ্বালানি তেল নিয়ে সুসংবাদ

জ্বালানি তেল নিয়ে সুসংবাদ

রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

ডিজেল-কেরোসিনের দাম কমল

শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
ট্রাম্পের ভূমিধস বিজয়

ট্রাম্পের ভূমিধস বিজয়

বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
এলপিজির দাম কমালো বিইআরসি

এলপিজির দাম কমালো বিইআরসি

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন

সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন

সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.